মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ভিশনঃ
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর সর্বোচ্চ অগ্রাধিকার সম্পন্ন খাতভুক্ত একটি প্রকল্প । প্রাক- প্রাথমিক এবং ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রদানের মাধ্যমে শিশুদের উপযুক্ত করে গড়ে তুলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার উপযোগী করার জন্য এই প্রকল্পটি কাজ করে যাচ্ছে।বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পের কার্য়ক্রম সমগ্র বাংলাদেশে সম্প্রসারিত হয়েছে এবং গুণগতমান বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য:
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কল্যাণ সাধন ও সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়ন। ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণসহ সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্য পরিচালনা।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযক্রম এর মিশনঃ
জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী সারাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হয়েছে । জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষাক্রম হবে “শিক্ষা ও বিদ্যালয়ে প্রতি শিশুর আগ্রহ সৃষ্টি মূলক এবং সুকুমার বৃত্তির অনুশীলন, অন্যদের প্রতি সহনশীলতা এবং পরবর্তী আনুষ্ঠানিক শিক্ষার জন্য শৃঙ্খলাবোধ সম্পর্কে জ্ঞান লাভ ।”শিক্ষানীতি মোতাবেক প্রকল্পের শিক্ষার্থীদের কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। ফলে শিশুরা মায়া মততার মধ্যে আনন্দঘন পরিবেশে খেলাধূলা,ছড়া, গল্প, গান, শরীরচর্চা, চিত্রাঙ্কন প্রভৃতির মাধ্যমে শিখতে পারছে। এছাড়াও প্রকল্পের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী শিশু ও বয়স্ক শিক্ষার্থীরা অক্ষরজ্ঞান ও আধুনিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সুযোগ পাচ্ছে।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যাবলী:
হিন্দু ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধনে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানাদি পরিচালনা, সংস্কার, উন্নয়ন ও সম্প্রসারণে সহায়তা প্রদান এবং হিন্দু ধর্মের ইতিহাস, দর্শন ও সংস্কৃতি সম্পর্কে গবেষণা কার্যক্রম পরিচালনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস